বড়লেখায় পাহারাদারের লাশ উদ্ধার ।। আটক ১

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় বিল থেকে এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার তালিমপুর ইউনিয়নের চৌ-ঢালু বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত আহসান উদ্দিন (৩৫) তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। আহসান উদ্দিন শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলের পাহারার দায়িত্বে থাকা আহসান উদ্দিনের জন্য খাবার নিয়ে এসে অন্য পাহারাদাররা নৌকায় তার শার্ট, মোবাইল ফোন পড়ে থাকতে দেখলে তাকে খুঁঝে পাননি। পরে রাত সাড়ে তিনটার দিকে বিষয়টি বড়লেখা থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এলেও কোনো খোঁজ পায়নি আহসান উদ্দিনের। শনিবার ভোর ৫টার দিকে স্থানীয় লোকজন চৌ-ঢালু বিলের শীতলি বাড়ি এলাকায় আহসান উদ্দিনের লাশ পানিতে ভাসতে দেখেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট