সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

সিলেট সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে সোমবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তামাবিল সীমান্ত সম্মেলন কেন্দ্রে সোমবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে প্রায় আড়াই ঘন্টাব্যাপী ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে অনানুষ্টানিক এ পতাকা বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সীমান্ত সম্পর্কিত বিষয়াবলীর উপর দ্বিপাক্ষিক আলোচনা হয়। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে উভয় পক্ষ আরো কার্যকর ও সম্মিলিতভাবে কাজ করতে একমত পোষণ করেন। পাশাপাশি দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়েও অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।
পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক শাহ আলম চৌধুরী বিজিবিএম, পিবিজিএম। তার সাথে বৈঠকে অংশ নেন ২ জন অফিসার, ২ জন কোম্পানী কমান্ডার ও অন্যান্য পদবীধারী ৭ জন সদস্য।
অপরদিকে, ১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট পিএস ভাট্টি এর নেতৃত্বে ২ জন স্টাফ অফিসার, ৩ জন কোম্পানী কমান্ডার ও অন্যান্য পদবীধারী ৮ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট