২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬
প্রধানমন্ত্রীর সফর সঙ্গি হিসেবে জাতিসংঘের ৭১তম সাধারন অধিবেশনে যোগদান শেষে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী দেশে ফিরেছেন।
রবিবার (১৬ অক্টোবর) রাত ১০টায় ওসমানী বিমানবন্দরে পৌঁছলে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শুভাকাংকিরা উষ্ণ অভিনন্দন জানান। সেখান থেতে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মেয়রকে ছাতকে নিয়ে আসা হয়। আসার পথে গোবিন্দগঞ্জ সাদাপুল এলাকায় পৌছলে সেখানে আগে থেকে অপেক্ষয়মান আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষসহ সহশ্রাধিক শুভাকাংখি মানুষ মেয়র আবুল কালাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় হাজারো মানুষের ভালোভাসায় সিক্ত হয়ে তিনি সবার সাথে কুশল বিনিময় করেন। পরে সেখান থেকে দু’শতাধিক মোটর শোভাযাত্রার মাধমে তাকে ছাতক শহরে নিয়ে আসা হয়। শহরের নিজ বাসভবনের সামনে তাকে আ.লীগ ও সহযোগি সংগঠন, পৌর কর্তৃপক্ষ, কাউন্সিলরবন্দ ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করা হয়।
এসময় উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা আ.লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, আ.লীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদী তালুকদার ধলা মিয়া, ব্যবসায়ি আব্দুল মমিন চৌধুরী, পৌরসভার সচব মাহমুদ আলম মামুন, সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, উপজেলা আ.লীগের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন সজল, সদস্য শাহীন চৌধুরী, নুর উদ্দিন ,দেওয়ান আবুল কালাম মাষ্টার, এমাদুল হক, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, অদুদ আলম, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সাহেল, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, আখলাকুল আম্বিয়া সোহাগ, ধন মিয়া, দিলোয়ার হোসেন, নওশাদ মিয়া, আসাব মিয়া, সুদীপ দে, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, সামছুন্নাহার, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, আ.লীগ নেতা আশিক মিয়া, আব্দুল বারী চপল, কামাল উদ্দিন, ডাঃ রেদওয়ানুল হক আরজ, আব্দুল মমিন, শাহিন মিয়া তালুকদার, মুজিব মালদার, দেলোয়ার হোসেন চয়ন, আবুল হোসন, সালাউদ্দিন, আব্দুল মতিন, পংকজ চৌধুরী, আফিক আলী, আব্দুস ছাত্তার, কুহিন চৌধুরী, রেজাউল করিম রেজা, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ রিয়াদ চৌধুরী, হুমায়ূন কবির পাবেল, আব্দুল কাদির তালুকদার, সাদমান মাহমুদ সানি, তানভির চৌধুরী জাহাঙ্গির আলম পাবেলসহ ছাতক-দোয়রার আ.লীগ, যুবলীগ ওছত্রলীগ নেতৃবৃন্দ মেয়র কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ১৭ সেপ্টম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গি হয়ে জাতি সংঘের ৭১তম অধিবেশনে যোগদান শেষে ২৬ সেপ্টেম্বর ব্যক্তিগত শফরে যুক্তরাজেযান মেয়র আবুল কালাম চৌধুরী। একমাস সফর শেষে তিনি গতকাল সোমবার ছাতকে পৌঁছান।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D