গুলশান হামলার ৫ জঙ্গির লাশ জুরাইন কবরস্থানে দাফন

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৬

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় নিহত ৫ জঙ্গি ও এক সন্দেহভাজনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হয়। আন্তঃবাহিনী অধিদপ্তরের সহকারী পরিচালক নূর ইসলাম এ তথ্য জানান।

পাঁচ জঙ্গি হলো রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর এ হায়াৎ কবীর, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল এবং অন্যজন রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদার।

আন্তঃবাহিনী অধিদপ্তরের সহকারী পরিচালক নূর ইসলাম বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীরের কাছে দুপুর ১২টার দিকে ছয়টি মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে তিনজন এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের নয়জন প্রতিনিধি ছিলেন।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলায় ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে হামলাকারীরা। তাদের ঠেকাতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। পরে যৌথ অভিযানে পাঁচ জঙ্গিসহ সন্দেহভাজন একজন নিহত হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট