৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৬
২৫০০ টাকা জমা দিয়ে রেজিষ্ট্রেশান করতে হবে
হাবিব সরোয়ার আজাদ : ওয়ার্ল্ড হেরিটেইজ অব রামসার সাইট মাছ গাছ আর পাখিদের অভয়ারন্য খ্যাত ভারতের মেঘালয় পাহাড়ের কুলঘেষা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঈদুল আযহার ছুটির পর পরই ১৬-১৭ ( শুক্র-শনিবার) সেপ্টেম্বর শুরু হচ্ছে দু’দিন ব্যাপী নৌ-যাত্রা। নৌ-যাত্রায় ভ্রমন পিপাস আর পর্যটকদেও মিলমেলার মধ্য দিয়ে মুলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রæত টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক পর্যটন কেন্দ্রের অবকাঠামো দ্রুত গড়ে তোলার দাবি তুলে ধরার পাশাপাশী মানুষের মিলমেলায় এটি উৎসবে পরিণত হবে। এ নৌ-যাত্রা ও উৎসবকে সফল করার জন্য জেলা শহরের একটি রেষ্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে বৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা পরিদের পক্ষ্য থেকে মতবিনিময় সভায় বক্তব্য তুলে ধরেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। মতবিনিময় সভা দু’দিন ব্যাপি বর্নাঢ্য নৌ-যাত্রা ও উৎসবকারীন সময়ে পর্যটক ও ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা , থাকা -খাওয়া ও সার্বিক বিষয়ে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশী পরিষদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম থাকছে বলে জানানো হয়। এছাড়াও প্রিন্ট , ইলেকট্রনিক্স ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিককের অনুষ্ঠানে যাতায়াত, থাকা -খাওয়ার জন্য পরিষদের পক্ষ্য থেকে বিশেষ ব্যবস্থা নেয়ার কথাও অবহিত করা হয়েছে। মতবিনিময় সভা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বুরহান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন আহমদ, কয়লা আমদানি কারক মোস্তাক আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
রেজিষ্ট্রেশান করে ২৫০০ টাকার জমা দিয়ে দেশের যে কোন স্থান থেকে তাহিরপুর এসে টাঙ্গুয়ার হাওরে দুই দিনের নৌ-যাত্রা ও উৎসবে অংশ নিতে পারবেন। প্রথম দিনে নৌ-যাত্রায় ৪টি লঞ্চ, অর্ধশতাধিক ইঞ্জিন চালিত ট্রলার থাকবে এছাড়াও হাওরে ভাসমান মঞ্চ তৈরী করে জোস্না রাতে আলোচনা সভার পাশাপাশী দেশের গুনী শিল্পীরা রাতভর সঙ্গীত পরিবেশন করবেন।
উৎসবের দ্বিতীয় দিন মেঘালয় পাহাড়ের বুক চিরে বেড়িয়ে জাদুকাঁটা নদীর পশ্চিম তীরর বারেক টিলায় শেষদিন দিন ব্যাপী আলোচনা সভা ও আদিবাসী শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। নৌ-যাত্রা ও উৎসবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন , জেলা প্রশাসক শেখ মোঃ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল নাসির উদ্দিন আহমদ পিএসসি, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, থানার ওসি মোঃ শহীদুল্লাহ সহ পুলিশ-বিজিবি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নৌ-যাত্রা ও উৎসবে অংশ নেয়ার জন্য যে কেউ ২৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রয়াজনীয় যোগাযোগের জন্য ০১৭১৬৯৩৭৯২৩, ০১৭১৪৭১১৯৫১, ০১৯২৭৯৩৭৪১১ এই তিনটি সেল ফোনের নম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানার জন্য পর্যটক ও ভ্রমণ পিপাসুদের প্রতি আহবান জানানো হয়েছে।
লেখা ও ছবি-হাবিব সরোয়ার আজাদ, উপ-পরিচালক পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি এবং গণমাধ্যম কর্মী , ঢাকা, বাংলাদেশ । (ই-মেইল-smhsazadj@gmail.com) মোবাঃ ০১৭১৩-৮২১৫৩০ ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D