‘ডিজিটাল’ হলেন বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৬

FB_IMG_1472800132792সোশ্যাল মিডিয়ায় এত দিন খালেদা জিয়ার কোনো অ্যাকাউন্ট ছিল না।

এবার টুইটার ও ফেসবুকে যাত্রা শুরু করেছে বিএনপি। পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টও খুললেন বিএনপির চেয়ারপারসন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিকেলে দলের ৩৮তম প্রতিষ্ঠা দিবসে ঢাকার ‘ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’-এ এক আলোচনাসভায় বিএনপি-র ওয়েবসাইট-সহ (bnpbangladesh.com) ফেসবুক (facebook.com/bnp.communication), টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্টের সূচনা করেন খালেদা।

সভায় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘চলমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়েই এই আয়োজন।’

এ দিন সকাল আটটায় খালেদা জিয়ার টুইটার হ্যান্ডল (https://twitter.com/ BegumZiaBD) থেকে প্রথম টুইটটি করা হয়।

প্রথম টুইটে তিনি বিএনপির প্রতিষ্ঠা দিবসে স্বৈরশাসনকে পরাজিত করে ঐক্যবদ্ধ এবং মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ার আহ্বান জানান।

ইংরেজিতে লেখা ওই টুইটের এক ঘণ্টা পরে সেই বার্তাকেই বাংলা অনুবাদে পোস্ট করেন।

আনন্দবজার পত্রিকা অবলম্বনে

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট