সাত বাংলাদেশির লাশ হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

সাতক্ষীরা: বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিহত সাত বাংলাদেশি মৎস্যজীবীর লাশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার বিকেলে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশী মৎস্যজীবীদের লাশগুলো বিজিবি ভোমরা ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের পক্ষে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার সিরাজুল গনি বিএসএফের কাছ থেকে লাশগুলো গ্রহণ করেন। তবে, ফেরত আসা লাশের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায় নি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের কাছ থেকে বাংলাদেশি ম্যজীবীদের লাশগুলো গ্রহণ করা হয়েছে।

নিহতদের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে পরে জানানো হবে বলে তিনি জানান।

ধারণা করা হচ্ছে, নিহত এসব বাংলাদেশি ম্যস্যজীবীদের বাড়ি ভোলা জেলার হাতিয়া এলাকায়। বঙ্গোপসাগরের হিরন পয়েন্ট এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে সাত বাংলাদেশি মৎস্যজীবী নিখোঁজ হয়। পরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন চব্বিশপরগনা জেলার আওতাধীন বঙ্গোপসাগর থেকে ভারতীয় কোষ্ট গার্ডের সদস্যরা বুধবার তাদের লাশ উদ্ধার করে।

আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকালে তাদের লাশ হস্তান্তর করা হয়।