পিযুষ অনুসারী ছাত্রলীগ নগরীতে হরতালবিরোধী মিছিল করেছে

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৬

জামায়াত-শিবিরের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে বুধবার (৩১ আগস্ট) দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবকলীগ নেতা পিযুষ কান্তি দে’র অনুসারী ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মিছিলটি মির্জাজাঙ্গাল থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে চৌহাট্টা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাইফুল আলম এবং নূর আলমের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবকলীগ নেতা পিযুষ কান্তি দে, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য নির্মল সিংহ, মহানগর ছাত্রলীগ নেতা তপন চৌধুরী, এ.এইচ মান্না, শেখ লিপন, বাপ্পা পাল, শান্ত দেব, ইসকান, মুরাদ, নোমান আহমদ, ময়নুল আহমদ খোকা, ইমতিয়াজ মির্জা, মিনহাজুর রহমান অপু, জায়েদ আহমদ, মাছুম আহমদ প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট