১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬
সিলেটে ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার (৩১ আগস্ট) সিলেট নগরীতে অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
গতকাল রোববার (২৮ আগস্ট) রাতে সংগঠনটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন মহানগর এলাকায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দেওয়া হয়েছে।
জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া এ তথ্য জানান। এছাড়া একটি সংবাদ বিজ্ঞপ্তিও সংবাদ মাধ্যমগুলোতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের মহাসচিব রিপন দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- মামুন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ১৬ আগস্ট বিকেলে নগরীর জিন্দাবাজারে এলিগ্যান্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী করিম বক্স মামুনকে ছুরিকাঘাত করে খুন করে জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি সুলায়মান আহমদ চৌধুরী। এ ঘটনায় এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। সম্প্রতি এ হত্যা মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তরিত হয়েছে।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D