খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন নাসিম

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের নামে কেক না কাটার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘বেগম খলেদা জিয়াকে বলবো, আপনি তথাকথিত জন্মদিনে কেক কাটা বন্ধ করেছেন ভালো কথা- এতো বড় শুভবুদ্ধির উদয় হয়েছে আপনার, এ জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।’

মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট আব নিউরোসায়েন্সেস ও হসপিটাল (এনআইএনএস) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এনআইএনএস শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি ১৫ আগস্ট  জন্মদিনে কেক কাটা কেনো বন্ধ করছেন, স্পষ্টভাবে বলেন না কেনো? কি সব বলেন, বন্যার জন্য কেক কাটা বন্ধ করছি। সত্য কথা বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা দেখিয়ে, শোক দিবসের প্রতি শ্রদ্ধ জানিয়ে আমি কেক কাটা বন্ধ করেছি। খেলে সরাসরি খাবেন, ঘুরিয়ে খাবেন কেনো। সত্য কথা বলেন, মানুষ আপনাকে ধন্যবাদ জানাবে।’

এতে বক্তব্য রাখেন- এনআইএনএস শাখা স্বাচিপের সভাপতি ডা. এম এস জহিরুল ইসলামের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক প্রমুখ।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোনো হায়নার দল এ দেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক তা ’৭১-এর পরাজিত শক্তিরা চায় না। তাই এখনো তারা নানাভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে।

জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যাদের পিতা-মাতা নিজের সন্তানের লাশ নিতে চায় না, বলে সন্তানের লাশ আঞ্জুমান মফিদুলে দিয়ে দিতে। তাহলে বুঝতে হবে জঙ্গিবাদীরা কোনোদিন জয়ী হবে না।

সূত্র : বাসস