শাহজালাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় ইফতেখার জাহান হোসেনকে প্রত্যাহার করা হয় বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান।

তার জায়গায় সিভিল এভিয়েশনের একজন উপপরিচালক সাময়িকভাবে এ দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

ইফতেখারকে প্রত্যাহারের খবর দিলেও তার বিরুদ্ধে কেন এ ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা।