ছাত্রদলের কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

ছাত্রদলের কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারেক

ছাত্রদলের কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নয়াপল্টনে কাউন্সিলরদের বৈঠকে কমিটি গঠনের বিষয়ে তারেক রহমানের ওপর দায়িত্ব অর্পণ করা হয়।

এসময় লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত তারেককে কাউন্সিলররা বলেন, কমিটি গঠনের বিষয়ে আপনার ওপর দায়িত্ব অর্পণ করছে কাউন্সিলররা। কমিটির বিষয়ে যেটা ভালো হয়, আপনি সে সিদ্ধান্ত নেবেন।

এদিকে বিলুপ্ত কমিটির সহসভাপতি ইখতিয়ার কবির বলেন, কাউন্সিল অনুষ্ঠানে দুটি পথ খোলা ছিল। এখন কাউন্সিলররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ওপর অর্পণ করেছে।

আদালতের নিষেধাজ্ঞায় আটকে যাওয়া ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে ছিল বিস্তর আলোচনা। কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার দুটি পন্থা ছিল।

এর একটি হলো- বিলুপ্ত কমিটি আবার সক্রিয় করা আর দ্বিতীয়টি হলো- সারা দেশের কাউন্সিলররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

গত শনিবার ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিলুপ্ত কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. আমানউল্লাহ গত বৃহস্পতিবার মামলা করলে এতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। এতে ছাত্রদলের কাউন্সিল স্থগিত হয়ে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট