দেশ বিরোধী অপতৎপরতা মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই : খান মুহাম্মদ নজরুল

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

দেশ বিরোধী অপতৎপরতা মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই : খান মুহাম্মদ নজরুল

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খান মুহাম্মদ নজরুল বলেছেন, ‘দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষের জান, মাল ও ইজ্জতের ন্যূনতম নিরাপত্তা নেই। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা, শিশু ধর্ষণ, গণধর্ষণ, পরীক্ষার হলে আগুন দিয়ে হত্যা, বিচারকের এজলাসে ছুরি মেরে হত্যা, শিশু পাচারকারী চক্রের সক্রিয়তা, গ্যাসসহ প্রয়োজনী দ্রব্যাদীর মূল্য বৃদ্ধি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দেয়া সম্পূর্ণ মিথ্যা তথ্য সকলকে ভাবিয়ে তুলেছে। এ অবস্থায় দেশ বিরোধী এসকল অপতৎপরতা মোকাবেলায় দেশপ্রেমিক শক্তির ঐক্যের বিকল্প নেই।’

শুক্রবার খেলাফত মজলিস সিলেট জেলার নির্ধারিত শাখা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী তরবিয়তী মজলিসে প্রধান অতিথির আলোচনায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে ‘দাওয়াতে দ্বীনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা রাখেন, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুস সবুর।

বক্তব্য রাখেন,সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান,জেদ্দা মহানগর খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা মাওলানা হাবীবুর রহমান রাজাগঞ্জী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলা আশিকুর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ ও অফিস সম্পাদক হাফিজ মাওলানা খালেদ আহমদ।

জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল হাদীর পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তী মজলিসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান,মাওলানা সালেহ আহমদ, মুহাম্মদ শামছুল ইসলাম, গ্রীস খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ আবদুল্লাুহ প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট