সিলেটে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

সিলেটে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার ঘটনায় মামলা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রচার সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সহযোগী সদস্য ও দৈনিক সিলেটের দিনকালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামের উপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানায় তিনি নিজে বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার নং- ০২ (০৩.০৭.২০১৯)। মামলায় এজাহারনামীয় আসামীরা হলেন, মো. আরিফ, নয়ন, সম্রাট, বাঁধন, বক্কর সহ অজ্ঞাত ১৫/২০।

মামলার এজাহারে নূরুল ইসলাম উল্লেখ করেন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রায়হান ইসলাম দীপুকে কিছু সন্ত্রাসীরা মারধর করতে থাকে। তখন ওই রাস্তা দিয়ে দৈনিক সিলেটের দিনকাল অফিসে আসছিলেন সাংবাদিক নুরুল ইসলাম ও নাইমূল ইসলাম। দীপুকে সন্ত্রাসীরা মারতে দেখে তারা এগিয়ে গেলে মামলায় এজাহার নামীয় আসামীরা তাদের সহযোগীদের নিয়ে হামলা করে। দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে মাথায়, হাতে ও শরীরে রক্তাক্ত জখম হয় নুরুল ইসলামের। হামলাকারীরা ক্যামেরা ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট