সিসিকের দুই স্কুলের শিক্ষার্থীদের তিন বাস দিল টাটা

প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯

সিসিকের দুই স্কুলের শিক্ষার্থীদের তিন বাস দিল টাটা

সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনের জন্য তিনটি বাস প্রদান করেছে নিটল মটরস (নিটল টাটা)।

রোববার বিকেলে নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বাস তিনটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট নগরীতে পাবলিক পরিবহন না থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। নিটল মটরসের দেয়া বাসগুলো শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘবে অনেক সহযোগিতা করবে।’

পর্যায়ক্রমে সিটি করপোরেশনের পক্ষ থেকে স্কুলবাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

বাস হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নিটল মটরসের প্রোডাক্ট প্রেসিডেন্ট (বাস সিপমেন্ট) মো. জাফর উল্লাহ। সভাপতিত্ব করেন নিটল মটরস সিলেটের ডিলার জালালাবাদ মটরসের চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী।

অনুষ্ঠানে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও নিটল মটরসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট