আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ স্কোর : ২৫/১ (৫ ওভার)। 

ছয় ম্যাচের ছয়টিতেই হার। বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে দলটি। তারপরও আশা অবিশ্বাস্য কিছু করে দেখিয়ে অন্তত একটি ম্যাচে জয় পাওয়ার। এবার লড়াই বাংলাদেশের সামনে। বিশ্বকাপের সেমিতে যাওয়ার স্বপ্ন এখনও যাদের আছে। এমন ম্যাচে টস জিতে নিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। বেছে নিয়েছেন ফিল্ডিং।

বাংলাদেশ দলে এসেছেন দুটি পরিবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে জায়গা পাওয়া পেসার রুবেল হোসেনের বদলি হিসেবে একাদশে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন। এছাড়া সাব্বির রহমানের জায়গাতে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

অন্যদিকে, আফগানদের শিবিরেও এসেছে পরিবর্তন। ওপেনার হযরতউল্লাহ জাজাইের বদলি হিসেবে প্রথমবার দলে জায়গা পেয়েছেন সামিউল্লাহ শেনওয়ারি আর আফতাব আলমের জায়গায় ঢুকেছেন দৌলত জাদরান।

ইতিহাস, রেকর্ড ও পরিসংখ্যানের বিচারে আফগানিস্তানের চেয়ে খানিকটা এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত সাতটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। টাইগারদের চার জয়ের বিপরীতে আফগানরা জিতেছে তিনটিতে।

সাউদাম্পটনের উইকেট একটু স্লো, বাংলাদেশের সঙ্গে আজ লড়াই হবে আফগান স্পিনারদের। বিশ্বকাপে একমাত্র আফগানরাই দুই পেসার নিয়ে খেলছে। পার্টটাইমারসহ তাদের স্পিনার চারজন। ভারতের ব্যাটসম্যানরাও আগের ম্যাচে এই স্পিন চতুরঙ্গের কাছে নাজেহাল হয়েছে। বিশাল ব্যাটিং নিয়েও মাত্র ২২৪ রান তোলে বিরাট কোহলিরা। বাংলাদেশকেও এই কন্ডিশনে ভোগাতে পারে আফগান স্পিনাররা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মাদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : সামিউল্লাহ শেনওয়ারি, গুলবাদীন নায়েব (অধিনায়ক), রহমত শাহ,  হাশমতউল্লাহ শহিদী,আসগর আফগান,মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান,ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রাশিদ খান,  দৌলত জাদরান ও মুজিব উর রহমান।