সিলেটে ১০ দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৯

সিলেটে ১০ দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা

সিলেটে ১০ দিনব্যাপী মনিপুরী নৃত্য কর্মশালা সোমবার থেকে শুরু হয়েছে। সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহযোগিতা নগরীর মনিপুরী রাজবাড়ী মহাপ্রভু জিও মন্দিরে এ কর্মশালার আয়োজন করেছে একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট ভারতীয় সহকারী হাই কমিশনার সিলেট এল. কৃষ্ণামূর্তি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘মনিপুরী নৃত্য সিলেট অঞ্চলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কবিগুরু রবীন্দ্রনাথ সিলেট সফরকালে এ নৃত্য দেখে মুগ্ধ হয়ে শান্তি নিকেতনে তা চর্চার ব্যবস্থা করেছিলেন। নতুন প্রজন্মকে এ নৃত্য সম্পর্কে জানাতে হবে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে দক্ষ করে তুলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।’

একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আর্টসের সভাপতি দীগেন সিংহের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সাধারণ সম্পাদক শান্তনা দেবী।

সংস্কৃতিকর্মী রবিকিরণ সিংহ রাজেশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির , সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষন সিংহ , বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম , ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী গিরিশ পূজারী , ভারতের মনিপুর জওহরলাল নেহারু ডান্স একাডেমির নৃত্য প্রশিক্ষক থোকচম ইবেমমুবি ও কে. যাদু সিংহ।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণামূর্তি সাংস্কৃতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন।

১০ দিনব্যাপী এ মনিপুরী নৃত্য কর্মশালার প্রশিক্ষণ ১৯ জুন পর্যন্ত চলবে। মনিপুরী এ নৃত্য কর্মশালায় সারা বাংলাদেশ থেকে শতাধিক প্রশিক্ষনার্থী অংশ নেয়। ২০ জুন কর্মশালার সমাপনী অনুষ্ঠান নগরীরর রিকাবী বাজারস্থ কবি কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট