হাসান মার্কেটে মহিলা পকেটমার আটক

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৯

হাসান মার্কেটে মহিলা পকেটমার আটক

সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে এক মহিলা পকেটমারকে জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

গতকাল ৩ জুন রোববার দুপুরে হাসান মার্কেটের ১০নং গলির বাপ্পী ফ্যাশনের সামনে ঈদের কেনাকাটায় ব্যস্ততার সুযোগে খায়রুন্নেছা বেগম নামক এক মহিলার ব্যানেটি ব্যাগ থেকে নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় খায়রুন্নেছা হাক ডাক দিলে উপস্থিত জনতা মহিলা পকেটমার জাহানারা বেগমকে এক শিশু সহ আটক করে। মহিলা পকেটমার আটকের খবর শোনে মার্কেটে জনতা ভীড় জমান।

খবর পেয়ে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মহিলা পকেট চোর জাহানারা ও শিশুকে জনতার হাত থেকে উদ্ধার করে মার্কেট অফিসে আটক রেখে কোতোয়ালী থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে একদল পুলিশ মার্কেটে আসার পর হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন কিমরান, জামাল আহমদ, মোঃ শামীম খান সহ ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে পকেটমারের উদ্ধারকৃত ৩০ হাজার টাকা খায়রুন্নেছা বেগমের হাতে ফিরিয়ে দেন। এ সময় ৩ হাজার টাকা সহ মহিলা পকেটমার জাহানারা বেগম ও শিশুকে পুলিশের হাতে তুলে দেন।

পরে মার্কেট কর্তৃপক্ষ মার্কেট মসজিদের মাইকে পকেটমার থেকে সতর্ক থেকে ঈদের কেনাকাটা করার আহবান জানান। -বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট