বগুড়া ও জয়পুরহাট জেলা বিএনপির পুর্নাঙ্গ কমিটি অনুমোদন

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৯

বগুড়া ও জয়পুরহাট জেলা বিএনপির পুর্নাঙ্গ কমিটি অনুমোদন

বগুড়া ও জয়পুরহাট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। গোলাম মোহাম্মদ সিরাজকে আহবায়ক, একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলালকে যুগ্ম আহ্বায়ক করে বগুড়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। অন্যদিকে মমতাজ উদ্দিন মন্ডলকে ভারপ্রাপ্ত সভাপতি ও নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে জয়পুরহাট জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। দলের কেন্দ্রীয় দপ্তর থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেয়া হয়। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা হলেনÑ এ কে এম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, কাজী রফিকুল ইসলাম, মো. শোকরানা, মাহবুর রহমান হারেজ, আলী আজগর তালুকদার হেনা, রেজাউল করিম বাদশা, আব্দুর রহমান, খাজা ইফতেখার আহম্মেদ, ডা. মামুনুর রশিদ মিঠু, মাহাবুবুর রহমান বকুল, আহসানুল তৈয়ব জাকির, শাহজাদী লায়লা আরজুমান, ডা. শাহ মো. শাহজাহান আলী, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, সহিদ-উন-নবী সালাম, শেখ তাহাউদ্দিন নাইন, এনামুল কাদির এনাম, ওমর ফারুক খান, খায়রুল বাসার, সাইদুজ্জামান শাকিল, মনিরুজ্জামান মনি, ভিপি অধ্যাপিকা শামিমা আকতার পলিন ও মোর্শেদ মিল্টন।

অন্যদিকে জয়পুরহাট জেলা বিএনপির উপদেষ্টারা হলেন- আবু ইউসুফ খলিলুর রহমান, ড. আবদুল হাই তালুকদার, আবু সাঈদ, অধ্যাপক ড. সাহাল উদ্দিন, ড. সারোয়ার জাহান লিটন, ডা. সাইফুল ইসলাম ডেভিট, মোখলেছুর রহমান, ইয়াকুব আলী ফকির, ডা. খালিদ বিন শরীফ, আনিছুর রহমান লিটন ও মামদুদুর মুন্তাকিন নিশাত। জয়পুরহাট জেলার সহ সভাপতিরা হলেনÑ ইঞ্জি. গোলাম মোস্তফা, ফজলুর রহমান, অধ্যক্ষ শামছুল হক, অধ্যাপক আমিনুর রহমান বকুল, ইব্রাহিম হোসেন ফকির, সরদার লিয়াকত হোসেন, আবদুস সামাদ মাষ্টার, রওনকুল ইসলাম টিপু, আবদুল মান্নান মোল্লা, কামরুজ্জামান, মতিয়োর রহমান, জাহেদুল আলম হিটু, মাওলানা ইসমাইল হোসেন, জহুরুল ইসলাম তরফদার রুকু, সাইফুল ইসলাম ডালিম, অধ্যক্ষ আবুল হাসনাত হেলাল মন্ডল, জমসেদ আলম, শাহ আক্তারুজ্জান বাবু, তানজিল আল ওয়াহাব ও ইসমত সাকিয়া। কমিটির যুগ্ম সম্পাদকরা হলেনÑ আবদুল গফুর মন্ডল, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, মোস্তাফিজুর রহমান তোতা, মাসুদ রানা প্রধান, আবদুস সামাদ বাবু, আলমগীর চৌধুরী বাদশা, গোলজার হোসেন, মওদুদ আলম, খালেদুল মাসুদ আঞ্জুমান, সাংগঠনিক স¤পাদক মতিউর রহমান, লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ ও সেলিম রেজা ডিউক।