সিলেট নগরীর কালিবাড়ি এলাকায় দু’পক্ষের গোলাগুলি, আহত ২

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০১৯

সিলেট নগরীর কালিবাড়ি এলাকায় দু’পক্ষের গোলাগুলি, আহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগর ও সুজন নামে ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১২ এপ্রিল রাত সাড়ে বারোটায় সিলেট নগরীর কালিবাড়ি পয়েন্টে । সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির শব্দে এ সময় পুরো এলাকা আতংকিত হয়ে পড়ে। নিরীহ পথচারীরা চতুর্দিকে ছোটাছুটি করতে থাকেন।
স্থানীয় সুত্রে জানা যায়, যুবলীগ নেতা সুজেল তালুকদার ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরানর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গুলাগুলির ঘটনা ঘটে।এ সময় যুবলীগ নেতা সুজেল তালুকদারে অফিস ভাংচুর করা হয়।
তবে অপর পক্ষ জানায় স্থানীয় এলাকাবাসীর সাথে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরানের দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো এর জের ধরেও এই ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারনা।
জালালাবাদ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ এলাকায় দুটি গ্রুপের আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট