ডিসিদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

ডিসিদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জেলা প্রশাসকদের (ডিসি) সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পরিবারকেও সঙ্গে রাখতে বলেছেন তিনি। একাত্তর টিভি/ সমকাল

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার একনেকের এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার কারণ হিসেবে জেলা প্রশাসকদের অনেক সময় কর্মস্থলে না থাকার বিষয়টি সরকারের নজরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা বলেন, জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকের পরিবার বসবাস করে ঢাকায়। পরিবারকে সময় দিতে অনেক সময় তারা কর্মস্থল ছেড়ে যান। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়।

একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ বিষয়ে বলেন, প্রকল্প পরিচালকরা যেমন প্রকল্প এলাকায় থাকেন না তেমনি অন্যান্য সরকারি কর্মকর্তাও কর্মস্থলে থাকেন না। বিষয়টি সরকারের নজরে এসেছে। এ জন্য প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন।