বিএসএমএমইউ হাসপাতালে বেগম খালেদা জিয়া

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯

বিএসএমএমইউ হাসপাতালে বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালের কেবিন ব্লকে নিয়ে আসা হয়। তার আগে একটি গাড়িতে করে তার নিত্যদিনের ব্যবহারের জিনিসপত্র ছয়তলার ৬২১ ও ৬২২ নম্বর কেবিনে আনা হয়।

এর আগে নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ সোমবার আদালতে হাজির করার কথা থাকলেও খালেদা জিয়া অসুস্থ বলে আদালতকে অবহিত করে কারা কর্তৃপক্ষ।

পরে খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত আগামী ১০ এপ্রিল মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন।

গত ১৯ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। সে দিন মির্জা ফখরুল বলেছিলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আদালতে আসার আগে বমি করেছেন। মাথা সোজা রাখতে পারছেন না।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে।