খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ১০১ চিকিৎসকের বিবৃতি

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ১০১ চিকিৎসকের বিবৃতি

খালেদা জিয়া একজন বিশেষ পরিচর্যা সাপেক্ষ রোগী (Patient with Special Care Needs)। সুচিকিৎসার স্বার্থে তার একান্ত ব্যক্তিগত পরিচর্যার সকল সুবিধা নিশ্চিত করা সকল সভ্য, গণতান্ত্রিক ও মানবিকতাবোধসম্পন্ন জাতির কর্তব্য বলে মন্তব্য করেছেন ১০১ চিকিৎসক। অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী তাঁকে দেশের একটি উন্নত সুযোগ সম্বলিত হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

শুক্রবার দেয়া বিবৃতিতে স্বাক্ষর করেছেন, অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমদ, অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া, অধ্যাপক ডা. মবিন খান, অধ্যাপক ডা. মিজানুর রহমান, অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, অধ্যাপক ডা. এ এস এম এ রায়হান, অধ্যাপক ডা. ফিরোজা বেগম, অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. খাদিজা বেগম, অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. আজিজ রহিম, অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন, অধ্যাপক ডা. গোলাম মঈনউদ্দিন, অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর, অধ্যাপক ডা. মনির হোসেন, অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, অধ্যাপক ডা. সেলিমুজ্জামান, অধ্যাপক ডা. চৌধুরী মো. হায়দার আলী, অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ, অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. সৈয়দ মারুফ আলী, অধ্যাপক ডা. মো. ইদ্রিস আলী, অধ্যাপক ডা. আব্দুল হান্নান, অধ্যাপক ডা. নূরুন নাহার, অধ্যাপক ডা. মেহেরুন নেসা, অধ্যাপক ডা. মেহরীন, অধ্যাপক ডাঃ রহিমা খাতুন, অধ্যাপক ডা. সেলিনা বেগম, অধ্যাপক ডা. এখলাসুর রহমান, অধ্যাপক ডা. মো. আব্দুল লতিফ, অধ্যাপক ডা. সাইদুর রহমান, অধ্যাপক ডা. মো. গফুর, অধ্যাপক ডা. এম করিম খান, অধ্যাপক ডা. মো. আব্দুল লতিফ, অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান, অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান, অধ্যাপক ডা. মো. হানিফ, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার, অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, অধ্যাপক ডা. মো. জাফরুল্লাহ, অধ্যাপক ডা. মো. ফিরোজ কাদের, অধ্যাপক ডা. মো. ওমর আলী, অধ্যাপক ডা. মো. আশরাফ হোসেন, অধ্যাপক ডা. মো. তোফায়েল আহমেদ, অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ডা. কামরুল আহসান, অধ্যাপক ডা. রুহুল আমিন, অধ্যাপক ডা. মো. মেজবাউদ্দিন, অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন, অধ্যাপক ডা. কে জেড জলিল, অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ডা. মো. কুদ্দুসুর রহমান, অধ্যাপক ডা. জাহিদুল হক, অধ্যাপক ডা. হাসিবুল হোসেন, অধ্যাপক ডা. মনজুর মোরশেদ সহ ১০১জন চিকিৎসক।