দেশীয় সংগীতের এক মহীরুহের চির বিদায়

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

দেশীয় সংগীতের এক মহীরুহের চির বিদায়

দেশীয় সংগীতের এক মহীরুহের চির বিদায়। বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত গীতিকার-সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। গতকাল ভোর ৪টায় তিনি রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। আহমেদ ইমতিয়াজ বুলবুল সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং প্রেসিডেন্ট পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। সামির আহমেদ নামে তার এক পুত্র সন্তান রয়েছে। গতকাল সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তারা তার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।