প্রবীণ নাট্যজন জহির খান লায়েকের জানাযা আজ বাদ যোহর

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

প্রবীণ নাট্যজন জহির খান লায়েকের জানাযা আজ বাদ যোহর

১৩ জানুয়ারি ২০১৯, রোববার : সিলেট নাট্যাঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, কথাকলি সিলেটের প্রবীণ নাট্যকর্মী জহির খান লায়েক আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

১১ জানুয়ারী শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে সদা প্রাণবন্ত, বন্ধুবৎসল এই মানুষটি ফাজিল চিশত এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

আজ ১৩ জানুয়ারী রোববার বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে মরহুমের জানাযা’র নামাজ অনুষ্ঠিত হবে।

জহির খান লায়েক ১৯৫৫ সালের ১৪ আগস্ট মিয়া ফাজিলচিশত, পূর্ব সুবিদবাজারে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে সিলেটের দি এইডেড হাই স্কুলের বার্ষিক নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ।

তিনি কথাকলি সিলেটের প্রতিষ্ঠাকাল থেকেই জীবনের শেষদিন পর্যন্ত তিনি এ সংগঠনের জড়িত ছিলেন সক্রিয়ভাবে। এ সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

মঞ্চে সাফল্যের সংগে নিরবচ্ছিন্নভাবে অর্ধ-শতাব্দী অভিনয় এবং নাট্যান্দোলনে সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ কথাকলি সিলেট তাকে ২০১৭ সালে সম্মাননা প্রদান করে।

বিবাহিত জীবনে ৩ মেয়ে ১ ছেলের পিতা জহির খান লায়েক আমৃত্যু কথাকলির সাথে সম্পৃক্ত থাকার অভিলাষ ব্যক্ত করেছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট