দুই দিনে সিলেটে ৬ কোটি ১৩ লাখ টাকা কর আদায়

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

দুই দিনে সিলেটে ৬ কোটি ১৩ লাখ টাকা কর আদায়

আয়কর মেলার দুই দিলে সিলেটে সর্বমোট ৬ কোটি ১৩ লাখ ৪ হাজার ৭৩৮ টাকা কর আদায় করা হয়েছে। এর মধ্যে বুধবার কর আদায় করা হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৯৮৮ টাকা।

এদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সেবা নিয়েছেন ১ হাজার ৮৩০ জন, নতুন ইটিআইএন নিয়েছেন ৮৩ জন এবং ৯৯৬ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।

সিলেটের উপ কর কমিশনার কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘মঙ্গলবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই মেলা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর মেলায় করদাতাদের সেবাপ্রদান করা হবে।’

এবার মেলা থেকে ৪৫ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। গত বছর আদায় ছিল ৪১ কোটি টাকা ও দাখিলকৃত রিটার্ণের সংখ্যা ছিল ৮ হাজার ৫৯৯। এবার এই লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদি কর কর্মকর্তারা।

২০১৮-১৯ অর্থ বছরে ৮৫২ দশমিক ৯৮ কোটি লক্ষ্যমাত্রা আদায়ের লক্ষ্য নিয়ে অর্থ বছর শুরু করে সিলেট কর অঞ্চল। অর্থ বছরে সিলেটে ১৮ হাজার নতুন ইটিআইএনধারী করার লক্ষ্য সিলেট কর অঞ্চলের।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট