দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন মিসবাহ সিরাজ

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৮

দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন মিসবাহ সিরাজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

তিনি সিলেট-১ (সদর ও সিটি কর্পোরেশন) এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কেনেন। শুক্রবার বিকেলে ঢাকার ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থাপিত বুথ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ ব্যাপারে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘আমি সিলেট-১ ও সিলেট-৩ আসন দুটির জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছি। তবে নেত্রী যে আসনটি আমকে দেবেন, সে আসনেই নির্বাচন করবো।’

উল্লেখ্য, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনের তারিখ ২৩ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট