কানাইঘাটে মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮

কানাইঘাটে মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেল দুঘটনায় কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র আশরাফ শামীম (১৯) নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।

শনিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- সকাল ১০টার দিকে বানীগ্রাম ইউপির বড়দেশ খালপার দক্ষিণ গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাসির আহমদের পুত্র আশরাফ শামীম মোটরসাইকেল চালিয়ে একই গ্রামের সাহাব উদ্দিনের পুত্র কানাইঘাট সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মওদুদ আহমদ (১৯), বড়দেশ নয়াগ্রামের বাবুল আহমদের পুত্র একাদশ শ্রেণির শিক্ষার্থী মুহিবুর রহমানকে (১৯) সাথে নিয়ে গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে গাজি বুরহান উদ্দিন সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিক্সা সিএনজিকে অভারটেক করার সময় রাস্তার পাশে রাখা একটি ট্রাক্টরের পিছনে মোটর সাইকেলটি ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় তারা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে কর্তব্যরত চিকিৎসক আশরাফ শামীমকে মৃত ঘোষণা করেন।

আহত কলেজ শিক্ষার্থী মওদুদ আহমদ, মুহিবুর রহমানকে আশংকাজনক অবস্থায় সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী আশরাফ শামীমের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে কানাইঘাট সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ হাসপাতালে নিহত আশরাফ শামীমকে দেখতে যান।
নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সিলেট মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। দুর্ঘটনার ঘটনাস্থলও পরিদর্শন করেছে পুলিশ।

জানা গেছে নিহত শিক্ষার্থী আশরাফ শামীম আগামি একমাসের মধ্যে ইউরোপের একটি দেশে যাওয়ার কথা ছিল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট