মুক্তাদিরের মুক্তির দাবিতে সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮

মুক্তাদিরের মুক্তির দাবিতে সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, জননেতা তারেক রহমানের সাজা বাতিল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে জিন্দাবাজার গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল।

মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আনসার আলী, মলি­ক আহমদ, দেলওয়ার হোসেন চৌধুরী, আকবর আলী খান, হান্নান আহমদ, আজম খান, সৈয়দ আমিন, মনাফ মিয়া, সালেক আহমদ, আালাউদ্দিন মনাই, শেখ আব্দুল মনাফ, সাহেদ আহমদ, রাসেল আহমদ খান, আজিজ খান সজিব, জাহেদ আহমদ, সুমন জালালী, কামাল আহমদ, তেরাব আলী লিটন, আব্দুল, মোহন আহমদ, বাইন উদ্দিন, আব্দুল­াহ আল মামুন, জুমন আহমদ, ফারুক আহমদ, আকিল হুসেন, হাবিব, দেলয়ার হোসেন, জাহাঙ্গীর হুসেন, পলাশ, জাকির, মনির, রিপন, সাজ্জাদ হুসেন আরমান, সাজ্জাদ হোসেন আরমান, উজ্জল আহমদ, আশিক আহমদ, সাইফুল ইসলাম উজ্জল, মোস্তাক আহমদ, জীবন আহমদ, মনির হোসেন, ইমন আহমদ, রুবেল আহমদ, আব্দুস সালাম, সাহিন আহমদ, মনির হুসেন, জামাল বক্স, রবিন হুসাইন, শেখ সফিক, জহুরুল ইসলাম, খালেদ আহমদ, রুহুল আমিন রিপন, মুশতাক, সামু, শেখ সাজু, সুমিত কর, রনি আহমদ, দেলওয়ার হুসেন প্রমুখ।

সভাপতিরর বক্তব্যে ফরহাদ চৌধরী শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে, তারেক রহমান কে প্রহসনের সাজা প্রদান করে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। অবিলম্বে মিথ্যা মামলায় আটক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মুক্তি দাবি করছি। তা না হলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সিলেটে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট