সিলেটে ৪৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের মামলা

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮

সিলেটে ৪৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের মামলা

১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার : সিলেটে গতকাল সোমবারের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সোমবার মধ্যরাতে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম মিয়া মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিন জানান, মামলায় ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।

ওসি সেলিম মিয়া আরো জানান, গতকাল আটক স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। এজাহার নামীয়দের গ্রেফতারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ে সাজা বাতিলের দাবিতে সিলেট স্বেচ্ছাসেবদল, যুবদল ও ছাত্রদলের ব্যানারে মিছির বের করা হয়। একপর্যায়ে মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ ধাওয়া করে স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদুল হককে আটক করে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট