চা শ্রমিকদের মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮

চা শ্রমিকদের মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ

চা-বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (অতিরিক্ত সচিব) মোঃ সিরাজুল ইসলাম। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের উপকার ভোগী চা শ্রমিকরা তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে চা-শ্রমিকদের সন্তানরা বিশেষজ্ঞ ডাক্তারসহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করছে। দেশ আজ সকল ক্ষেত্রে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।
মঙ্গলবার সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চা-বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ২০১৭-২০১৮ অর্থ বছরের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে এবং যুক্ত কেইস ওয়ার্কার ও সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় সিলেট সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ,বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুর রফিক।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন। অন্যান্যের বক্তব্য রাখেন সমাজসেবা সিএসপিবি প্রকল্পের সিলেট প্রতিনিধি মোঃ দিদারুল আলম,বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদ সভাপতি রাজু গোয়ালা, সিতু লোহার (লাক্কাতুরা চা বাগান) মনজুরুল হক, যমুনা ভুমিজ, অজুফা বেগম, (মালনী ছড়া চা বাগান) উষা মনি লোহার, রুবেল লোহার, শেফালী লোহার, মোঃ খলিল মিয়া, বিউটি আক্তার, রেবেকা বেগম, পারুল বেগম, লায়লী ভুমিজ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান,পবিত্র গীতা পাঠ করেন মালনীছড়া চা বাগানের পুরোহিত ফটিক চক্রবর্তী। পরে প্রধান অতিথি চা-শ্রমিকদের মধ্যে অনুদান বিতরণ করেন।