রায় প্রত্যাখান করে সিলেটে বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৮

রায় প্রত্যাখান করে সিলেটে বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

২১ শে আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার পরপরই সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। বুধবার বেলা ১ টার দিকে নগরীর জেলরোড পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।

পরে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গিয়ে নয়াসড়ক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এম এ মালেক, সহ-শিশু বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন জয় প্রমুখ।

আজ ১০ অক্টোবর বুধবার দুপুর ১২টা ২০মিনিটের সময় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট