সিলেট নগরীর টিলাগড় থেকে এমসি কলেজ ছাত্র’সহ দুজন নিখোঁজ

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮

সিলেট নগরীর টিলাগড় থেকে এমসি কলেজ ছাত্র’সহ দুজন নিখোঁজ

সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে এমসি কলেজ ছাত্রসহ দুই যুবক গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান চেয়ে র‌্যাব- পুলিশ অফিসে ছুটছেন স্বজনরা।
বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর টিলাগড় থেকে ইমাদ উদ্দিস সুহিন (২৪) নামের এক যুবক নিখোঁজ হন। তিনি ওই দিন মৌলভীবাজারের ভানুগাছ থেকে পাহাড়িকা এক্সপ্রেসে সিলেটে অবস্থানরত এক আত্মীয়ের সাথে দেখা করতে এসেছিলেন। তার সাথে ফোনে কথা বলার ১০ মিনিট পর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ রয়েছে। সুহিন কমলগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মো: রমিজ মিয়ার পুত্র।
সুহিনের মামা হাফিজুর রহমান জানান, তারা র‌্যাব-৯ এর সদর দপ্তরও সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করেছেন।
সুহিন নিখোঁজের ১২ ঘন্টার মাথায় বৃহস্পতিবার (৬ সেপ্টম্বর) সকাল ১০টায় একই এলাকা থেকে সাজ্জাদ হোসেন নামের আরেক কলেজ ছাত্র নিখোঁজ হন। টিলাগড় শাপলাবাগ এলাকা থেকে পার্শ্ববর্তী এমসি কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। সাজ্জাদ এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পশ্চিম নোয়াগাঁওয়ে। তিনি মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলীর পুত্র। এই ঘটনায়ও শাহপরান থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। সাজ্জাদ আলীর বড় ভাই সুজিদ সুজাহিদ আলী শনিবার রাত ১২টায় জানান তারা এখনো সাজ্জাদ আলীর সন্ধান পাননি।
শাহপরান থানার ওসি আখতার হোসেন তার থানায় নিখোঁজ সংক্রান্ত দুটি সাধারণ ডায়েরী হয়েছে বলে জানান। তিনি বলেন, পুলিশ নিখোঁজ যুবকদের সন্ধানে আন্তরিক রয়েছে।
এদিকে, বুধবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় সিলেটের কদমতলী থেকে নিখোঁজ হন আবুল বাশার কাহের (২৪) নামক যুবক। আমাদের বালাগঞ্জ প্রতিনিধি কাহারের পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ এলাকায় তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। বর্তমানে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা নিয়ে গিয়েছিলো বা কোথায় ছিলো এব্যাপারে এখনো কিছু জিজ্ঞাসা করা যায়নি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট