ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযান

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০১৮

ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে মঙ্গলবার টাস্কফোর্সের অভিযানে ৪টি ‘বোমা মেশিন’ (অবৈধ পাথর উত্তোলন যন্ত্র) ধ্বংস এবং ৪টি জব্দ করা হয়েছে।

অভিযানকালে ‘বোমা মেশিন’ মালিকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি; তবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।

টাস্কফোর্স সূত্র জানায়, টাস্কফোর্সের নিয়মিত অভিযান সত্ত্বেও রেলওয়ে বাংকার এলাকায় বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন অব্যাহত রাখে একটি পাথর খেকো চক্র। খবর পেয়ে টাস্কফোর্স সেখানে অভিযান চালায়।

মঙ্গলবার সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে অভিযান। এ অভিযানে ঘটনাস্থলেই ৪টি বোমা মেশিন ধ্বংস করা হয়। এছাড়া ৪টি বোমা মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এছাড়া ধ্বংস করা হয় বেশ কয়েকটি স্থাপনাও।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ জানান, টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট