৮ আগস্ট পর্যন্ত সিলেট বিএনপি’র ৫০ নেতা-কর্মী জামিনে

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

সিলেটে দায়ের করা পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন সিলেট বিএনপি’র ৫০ নেতা-কর্মী। মঙ্গলবার দুপুরে তারা বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেইনের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানান। আদালত আগামী ৮ আগস্ট পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক ও খন্দকার আবদুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, মহানগরের সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহীন, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলার সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরীসহ ৫০ জন নেতা-কর্মী।
গত ২১ জুলাই দুই কর্মীকে ছাড়িয়ে নিতে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান এবং নগরীর কুশিঘাটে বদর উদ্দিন আহমদ কামরানের কার্যালয় পুড়ানোর ঘটনায় শাহপরান থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এ দুটি মামলায় এসব নেতা-কর্মী জামিন নেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।
ব্যারিস্টার কাফি ছাড়াও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো: জয়নুল আবেদীন ও এডভোকেট জাহাঙ্গীর হোসাইন তাদের পক্ষে জামিন শুনানীতে অংশ নেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট