নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আমির খসরুর

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৮

নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আমির খসরুর

সিলেট সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ।

সোমবার বিকেলে নগরীর কুমারপাড়া এলাকায় সিসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। আমীর খসরু মাহমুদ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনায় বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে সরকার দলের প্রার্থীর আচরণবিধি লঙঘনের অভিযোগ এনে আমির খসরু বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ধারাবাহিকভাবে আচরণবিধি লংঘন করলেও প্রশাসন নিরব ভ‚মিকা পালন করছে। তবে সিলেটের মানুষ স্বাধীনতাকামী, গণতন্ত্রমনা। আগামী ৩০ জুলাইয়ের ভোটে তারা সরকারের নির্বাচনী প্রকল্প ভেঙে দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে।’

তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। ভয়ভীতি এমন পর্যায়ে গেছে যে, ৩০ জুলাই পর্যন্ত তাদের এলাকা ছেড়ে থাকারও নির্দেশ দেয়া হচ্ছে। বিএনপি যাতে নির্বাচনী কার্যক্রম চালাতে না পারে, তা শুরু হয়ে গেছে। তবে আমরা আশা করি, জনগণ তাদেরকে সঠিক জবাব দেবে।’

দলের বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট