রাশিয়ার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৮

রাশিয়ার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

টাইব্রেকারে ৩-৪ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিক রাশিয়া। রোমাঞ্চকর ম্যাচটি জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।

সোচির ফিশৎ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে সতর্ক ফুটবল খেলতে থাকে দু’দল। ক্রোয়েশিয়া নিজেদের পায়ে বেশি বেশি বল রেখে আক্রমণে উঠতে থাকে। রাশিয়া রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার পরিকল্পনা নেয়। ৩১তম মিনিটে সেই কাউন্টার অ্যাটাক থেকেই সফলতা পায় দলটি। চেরিশেভ বক্সের সামনে জুবার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে দুইপা সামনে এগিয়ে বক্সে ঢুকেই শট নেন। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে যায়।

রাশিয়া লিড নেয়ার ৮ মিনিটের মাথায় সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ৩৯তম মিনিটে বক্সের ভেতর থেকে মারিও মানজুকিচ বল দেন আন্দ্রেজ ক্রামারিককে। দারুণ এক হেডে জাল খুঁজে নেন তিনি।

দ্বিতীয়ার্ধেও সতর্ক ফুটবল খেলে দুই দল। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতা থাকে। পরে অতিরিক্ত আরও ৩০ মিনিটের বাঁশি বাজান রেফারি।

অতিরিক্ত সময়ের ১০ মিনিটে দোমাগোজ ভিদার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ১০১তম মিনিটে কর্ণার থেকে পাওয়া বলে সহজেই হেড করে গোল করেন তিনি। তবে দারুণ রোমাঞ্চ ছড়িয়ে ১১৫ মিনিটে ফারনান্দেস গোল করলে সেমির আশা টিকিয়ে রাখে রাশিয়া। ২-২ গোলে অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি।

প্রথম শটে রাশিয়ার হয়ে গোল করতে ব্যর্থ হন স্মোলভ। তবে, ক্রোয়েশিয়ার প্রথম শট নেন মার্সেলো ব্রোজোভিচ। তিনি গোল পান, ব্যবধান ১-০।

রাশিয়ার দ্বিতীয় শট নিতে আসেন অ্যালান জাগোয়েভ। তিনি গোল পান। ক্রোয়েশিয়ার দ্বিতীয় শট নেন মাতেও কোভাচিচ। তিনি গোল পেতে ব্যর্থ হন, ব্যবধান ১-১।

রাশিয়ার তৃতীয় শটে গোল পেতে ব্যর্থ হন মারিও ফিগুয়েরা ফার্নান্দেজ। ক্রোয়েশিয়া তৃতীয় শটে গোল পায়, ব্যবধান ২-১।

রাশিয়া চতুর্থ শটে গোল পায়। ক্রোয়েশিয়াও চতুর্থ শটে গোল পায়, ব্যবধান ৩-২। রাশিয়া শেষ শটে গোল পায়। ক্রোয়েশিয়ার রাকিটিচ শেষ শটে জালের দেখা পেয়ে দলকে ৪-৩ ব্যবধানের জয় এনে দেন।

ক্রোয়েশিয়া সর্বশেষ বিশ্বকাপেরর সেমিফাইনাল খেলেছে ১৯৯৮ সালে। রাশিয়া শেষবার কোয়ার্টার ফাইনাল খেলে ১৯৭০ সালে। সেসময় তারা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।

আগামী ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের। এদিন ইংলিশরা ২-০ গোলে সুইডেনকে হারিয়ে সেমিতে ওঠে। ১০ জুলাই সেমির প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও ফ্রান্স।