সিলেটে গাজীপুরের মতো নির্বাচন হতে দেয়া হবে না : মহানগর বিএনপি

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৮

সিলেটে গাজীপুরের মতো নির্বাচন হতে দেয়া হবে না : মহানগর বিএনপি

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন গাজীপুরের মতো হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমস্থ সুচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মহানগর বিএনপির কর্মী সভায় বক্তারা এ মন্তব্য করেন।

তারা বলেন, ‘খুলনা ও গাজীপুরে আওয়ামী লীগ ভোট লুটপাট করেছে। বিএনপি নেতাকর্মীদের মাঠে দাঁড়াতে দেয়নি। সিলেটে এরকম পরিস্তিতি হতে দেয়া হবে না। পূণ্যভূমি সিলেটে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জনগণ সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।’

বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে বলেন, ‘অবৈধ সরকার গণতন্ত্রকে নস্যাৎ করতেই ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও তাঁর চিকিৎসার উদ্যোগ গ্রহণ না করে গণতন্ত্রের মাতাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের সকল জুলুমের বিচার বাংলার মাঠিতে একদিন হবেই হবে। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে সিলেট সিটি নির্বাচন অনেক গুরুত্ব বহন করে। তাই সকল ভেদাভেদ ভুলে আসন্ন সিসিক নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে আওয়ামী দুঃশাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। সিসিক নির্বাচন নিয়ে অবৈধ সরকারের সকল ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক-এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আসন্ন সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। সভায় মহানগর এবং ২৭টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাটি নগরীর শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনী আচরণবিধির কারণে দ্রুত স্থান পরিবর্তন করে শহরতলীর খাদিমস্থ সুচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন- ‘৫ বছর মেয়াদের ৩ বছরই বন্দি ছিলাম। ২ বছরে আপনাদের দেয়া প্রতিশ্রতি অনুযায়ী কাজ করার চেষ্ঠা করেছি। ভুল-ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন- ‘সিলেটে ৮০ ভাগ ভোট বিএনপির দখলে। ঐক্যবদ্ধ থেকে এ ফসল ঘরে তুলতে হবে।’

সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন- ‘অবৈধ ফ্যাসিস্ট সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিচারের নামে যে অবিচার করেছে এজন্য জাতি তাদের কখনো ক্ষমা করবেনা। তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীর জামিন নিয়ে সরকারের ষড়যন্ত্র জাতির কাছে পরিস্কার। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আসন্ন সিলেট সিটি নির্বাচনে ধানের শীর্ষের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।’

মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান, হুমায়ুন কবির শাহীন, সালেহ আহমদ খসরু, আব্দুস সাত্তার, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, মুফতী বদরুন নুর সায়েক, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, বাবু নিহার রঞ্জন দে, আব্দুল ফাত্তাহ বকশী, আমির হোসেন, উপদেষ্ঠা আহাদুস সামাদ, সৈয়দ বাবুল, ইসরাইল মিয়া, সাঈদুর রহমান বুদুরি, সরফরাজ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, এডভোকেট আতিকুর রহমান সাবু, আব্দুল আজিজ, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মুকুল মোর্শেদ, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা ইয়াসমিন গোলাপী, শ্রম সম্পাদক ইউনুছ মিয়া, পরিবেশ সম্পাদক আবুল কালাম, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, শিল্প সম্পাদক আব্দুল হাদী মাসুম, বানিজ্য সম্পাদক আব্দুস সাত্তার মামুন, সমাজকল্যান সম্পাদক আব্দুল কাহির, কৃষি সম্পাদক আব্দুল মান্নান পুতুল, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, অর্থনৈতিক সম্পাদক মোশতাক আহমদ, মুক্তিযোদ্ধা সম্পাদক লুৎফুর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, জাসাস এর সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ-মহিলা সম্পাদিকা মিনারা হোসেন, সহ-অর্থনৈতিক সম্পাদক সোহেল বাসিত, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, মহানগর নেতৃবৃন্দের মধ্য থেকে সেলিম খান জালালাবাদী, জিয়াউর রহমান দিপন, শফিকুর রহমান টুটুল, মাহমুদ আলী সাধু, শেখ কবির আহমদ, আমিনুর রশীদ খোকন, আলাউর রহমান লয়লু, নাজিম উদ্দিন, আব্দুস সোবহান, আলী হোসেন মুক্তার, সৈয়দ মো: জাহাঙ্গীর আলম, তারেক আহমদ খান ও সৈয়দ ফয়েজ আহমদ শিপু প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট