ঈদের ছুটিতে সিলেট অনেকটাই ফাঁকা নগরী!

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

ঈদের ছুটিতে সিলেট অনেকটাই ফাঁকা নগরী!

ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেট নগরীর এখন অনেকটাই ফাঁকা। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্বল্প সংখ্যক গাড়ি চলাচল করলেও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহনের চাপ নেই, যানজটের যন্ত্রণাও নেই।

সোমবার সকালে নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, সুরমা পয়েন্ট, শিবগঞ্জ, আম্বরখানা, মিরাবাজারসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। ব্যক্তিগত যানবাহনের সংখ্যা একেবারে নগন্য।

জিন্দাবাজারের বাসিন্দা সাহেদ আহমদ জানান, ঈদুল ফিতর ও ঈদুল আযহা আসলেই নগর পুরোটাই ফাঁকা হয়ে যায়। সড়কে আর কোন যানজট থাকে না। পুরোটাই কোলাহলমুক্ত হয়ে যায়।

তবে বিভিন্ন সরকারি অফিস-আদালত ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করছেন। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও নগরের কয়েকটি স্থানে ওষুধের ফার্মেসী খোলা থাকতে দেখা গেছে।

এদিকে, ঈদের দ্বিতীয় দিন হওয়ায় ভীড় এখন বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভীড় দেখা গেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেও পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটে যাচ্ছেন বেড়াতে। ফলে যানবাহনের সংকটের মাঝে রিকশা চালক ও সিএনজি অটোরিকশা চালকেরা নির্ধ‍ারিত ভাড়ার চেয়ে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ রয়েছে।

রোববার ঈদের ছুটি শেষ হবে। সোমবার থেকে খুলবে অফিস আদালত। ছুটি শেষ করে সবাই যখন আবারো নগরমূখী হবেন, তখন নগরী আবারো প্রাণ ফিরে পাবে এবং মুখরিত হবে আবারো সেই চিরচেনা নগর।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট