বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি : মেয়র আরিফ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মে ৩০, ২০১৮

বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি : মেয়র আরিফ

জিয়া পরিষদ সিলেটের ইফতার ও আলোচনা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ৩০ মে বিকালে নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর জিয়া পরিষদের সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আজ যে আওয়ামীলীগ কথা বলছে, তাদের নিজেদেরও কথা বলার অধিকার ছিল না। কারণ বাকশাল কায়েম করে তাদেরও রাজনীতির অধিকার ছিল না। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তাদের কথা বলার, রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছেন।
মেয়র আরিফ বলেন, তারা দেশের মানুষের সব গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আজ আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এবং দেশ মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তা জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ বলেন, আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে বাধ্য করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক মাহবুব কাদির শাহী। বক্তব্য রাখেন মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিলেট জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সৈয়দ রেজাউল করিম আলো, শামীম মজুমদার, হেলাল আহমদ, এড. আল আসলাম মুমিন, মুফতি নেহাল, আব্দুল মালেক, অধ্যাপক জুবের আহমদ, ছালিক আহমদ চৌধুরী,শরীফ উদ্দিন মেহেদী, আব্দুস সোবহান, আব্দুল খালিক, শুয়েবুল হক, আব্দুল মুকিত সুমেল, এম এহসানুল করিম মিশু, শাহাজান আহমেদ জুয়েল, মাছুম আহমদ লশকর, নুরুল মুত্তাকিন বাদশা, সালাউদ্দিন আহমদ, কাজী ফুরাদ, আব্দুস সাহিদ, শিপন চন্দ্র, সুলেমান আহমদ, সেলিম আহমদ, সৈয়দ জহির আহমদ, এম এ লাহিন, বাহারুল ইসলাম বাহার, ফয়ছল আহমেদ, জুনেদ আহমদ, সাইদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন হাফিজ আব্দুল মালিক। -বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট