মানচিত্র ও পতাকা অবমাননার মামলায় খালেদার জামিন শুনানি আজ

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, মে ২৯, ২০১৮

মানচিত্র ও পতাকা অবমাননার মামলায় খালেদার জামিন শুনানি আজ

বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগের দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হবে আজ।

মঙ্গলবার (২৯ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবারের (২৮ মে) কার্যতালিকায় থাকা দুটি মামলা উত্থাপন করা হলে আদালত শুনানির জন্য আজকের দিন ঠিক করেন। এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

পরে মাসুদ রানা সাংবাদিকদের বলেন, আজকে মামলা দুটি আদালতে উত্থাপন করেছি। আদালত বলেছেন আগামীকাল মঙ্গলবার দুপুরে শুনানি হবে। এজন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রস্তুতি নিয়ে রাখতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গত ২২ মে আদালতের অনুমতি নিয়ে এই দুই মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।