ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মে ১৩, ২০১৮

ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার উদ্যোগে ১৩ মে রবিবার দাখিল পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
মহানগর সভাপতি মু. শিহাব উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় (সিলেট বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ডাঃ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে এস এস সি/দাখিল পরীক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা বলেন এবার যারা এস এস সি/ দাখিল পরীক্ষায় পাশ করলে তারা শুধু ভালো ছাত্র নয়, একজন ভালো মানুষ হওয়ার শপথ নিতে হবে। ভালো মানুষ হওয়ার একমাত্র পথ হচ্ছে ইসলাম। ইসলামের ছায়াতলে আসার মাধ্যমেই মানব জীবনের পূর্ণতা স্বাধিত হয়। আল্লাহর হক, মানুষের হক কী তা বুঝে বুঝে আদায় করতে হবে। আজ যারা সমাজে উচ্চপদে আছে তাদের অধিকাংশই দুর্নীতি, দুর্ব্যবহারের মাধ্যমে মানুষের হক নষ্ট করে। অনেকে আবার দ্বীন প্রতিষ্ঠার কাজের বিরোধীতা করে আল্লাহর হক নষ্ট করে। তোমরা এসব থেকে মুক্ত থেকে দেশ, জাতি,সমাজের জন্য কাজ করার শপথ নিতে হবে। নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে হবে। লেখপড়ার প্রতি মনযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, সিলেট মহানগর সহ সভাপতি মনির হুসাইন, সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন খান, প্রচার প্রকাশনা সম্পাদক আন্দুল কাদির আল-মাহদী, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাসরুর দাইয়ান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির হুসাইন, দফতর সম্পাদক অলিউর রহমান, এম. সি. কলেজ সভাপতি মু. নূর উদ্দিন প্রমূখ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট