উৎসাহ উদ্দীপনায় সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

উৎসাহ উদ্দীপনায় সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০১৮ সম্পন্ন হয়েছে। নগরীর উত্তর জেলরোডের একটি অভিজাত হোটেলে কনফারেন্স হলে শনিবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় সভা শুরু হয়ে সন্ধ্যা ৬ টায় শেষ হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য আশরাফ চৌধুরী রাজু, গীতা থেকে পাঠ করেন সদস্য অমল কৃষ্ণ দেব।
সভাপতি আজিজ আহমদ সেলিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু ও সহ-সভাপতি মঈন উদ্দিন। এরপর সাধারণ সম্পাদক ক্লাব সদস্যের সামনে তাঁর প্রতিবেদন তুলে ধরেন। পরে কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির ক্লাবের আয়-ব্যয়ের প্রতিবেদন প্রকাশ করেন।
সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও কোষাধ্যক্ষের আয়-ব্যয়ের প্রতিবেদন প্রকাশের পর এ দু’টির শুরু হয় উন্মুক্ত আলোচনা। জেষ্ঠ্য সাংবাদিক আল আজাদ, সালাম মশরুর, লিয়াকত শাহ ফরিদী, তাপস দাশ পুরকায়স্থ’র মাধ্যমে সূচিত হয় উন্মুক্ত আলোচনা পর্ব। এতে ক্লাবের অন্য সদস্যরাও অংশ নেন।
সাধারণ সভায় সভাপতির বক্তব্যে আজিজ আহমদ সেলিম বলেন- বিগত দুই বছরে দায়িত্ব পালনকালে কার্যনির্বাহী কমিটি জেলা প্রেসক্লাবকে অসামান্য উচ্চতায় নিয়ে গেছে। সর্বমহলে ক্লাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে। অভিষেক, পরিবার উৎসব, জাতীয় দিবস পালন, সদস্যদের অসুস্থতায় পাশে দাঁড়ানো, প্রয়াতদের স্মরণ, সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে রাজপথে নেতৃত্ব দেয়া, খেলাধূলা আয়োজন, পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিটি কর্মসূচিতেই ক্লাব সদস্যদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা ছিল। আগামীতেও এই ধারা অব্যাহত থাকলে জেলা প্রেসক্লাব একদিন তাঁর কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবে।
সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল তাঁর প্রতিবেদন প্রকাশের সময় উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন- সকলের সহযোগিতায় জেলা প্রেসক্লাব প্রতিনিয়ত সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। অনেক সীমাবদ্ধতা স্বত্ত্বেও আমরা চেষ্টা করেছি নিজেদের সেরাটা উপহার দিতে। আগামীতেও এ চেষ্টার কমতি থাকবেনা। আমরা কিংবা অন্য যারা ক্লাবের দায়িত্ব থাকেন না কেন আমাদের অব্যাহত সহযোগিতার ত্রুটি থাকবেনা। সাধারণ সম্পাদক তাঁর প্রতিবেদনে ক্লাবের স্থায়ী কার্যালয় স্থাপনের অগ্রগতি সম্পর্কে অবগত করেন।
সাধারণ সভায় জেলা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরোও উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক এস. সুটন সিংহ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সৈয়দ রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নিবার্হী সদস্য তুহিনুল হক তুহিন, ইমরান আহমদ, রজত কান্তি চক্রবর্তী ও নূরুল হক শিপু।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফখরুল ইসলাম, মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু, মতিউল বারী চৌধুরী, দিপু সিদ্দিকী, অপূর্ব শর্মা, মামুন হাসান, বিলকিস আক্তার সুমি, শাব্বীর আহমদ ফয়েজ, মনোয়ার জাহান চৌধুরী, আবুল মোহাম্মদ, সাঈদ চৌধুরী টিপু, মীর্জা সুহেল আহমদ, দেবাশীষ দেবু, এএইচ আরিফ, হাবীবুর রহমান হাবীব, সাত্তার আজাদ, ছামির মাহমুদ, তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, মো. নাসির উদ্দিন, অহী আলম মো. রেজা, সৈয়দ বাপ্পী, ইউসুফ আলী, এসএম রফিকুল ইসলাম সুজন, মাহমুদ হোসেন, মোস্তাফিজুর রহমান রুমান, অমিতা সিনহা, সজল ঘোষ, রবি কিরণ সিংহ রাজেশ, শংকর দাস, অমলকৃষ্ণ দেব, নূরুল ইসলাম, সুব্রত দাস, মঞ্জুর হোসেন খান, মো. আলী আকবর চৌধুরী, রায়হান উদ্দিন, মো. ওলিউর রহমান, মোহিদ হোসেন, খলিলুর রহমান, আশরাফ চৌধুরী রাজু, এম আর টুনু তালুকদার, মাই শাহীন আহমদ, নেহার রঞ্জন পুরকায়স্থ, গাজী মো. জাফর ছাদেক কয়েছ, আজমল খান, আমিনুল ইসলাম রোকন, মো. মইনুল হাসান টিটু, মো. আবু বকর, শেখ লুৎফুর রহমান, মো. এনামুল কবীর, রফিকুল ইসলাম কামাল, রাশেদুল হোসেন সোয়েব, মো. নিজামুল হক লিটন, পিংকু ধর, একরাম হোসেন, মো. আনোয়ার হোসেন, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, মনিরুজ্জামান রনি, ছয়ফুল আলম অপু, মিটু দাস জয় ও সহযোগী সদস্য মোকলেছুর রহমান। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট