সুনামগঞ্জের ক্লোজার বাঁধে ফাটল, ৫০০০ একর জমির ধান নিয়ে কৃষকের শঙ্কা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮

সুনামগঞ্জের ক্লোজার বাঁধে ফাটল, ৫০০০ একর জমির ধান নিয়ে কৃষকের শঙ্কা

তাহিরপুর(সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওরের নজরখালী ক্লোজার বাঁধটি দেবে গিয়ে একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় বৃষ্টিপাতের কারনে যে কোন সময় বাঁধটি ভেঙ্গে হাওরের ৫০০০ একর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় শঙ্কায় কৃষক। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বাড়ছে নদীর পানি। দায়সারা ভাবে কাজ করেছে সংশ্লিষ্টরা। বর্তমানে ধান কাটার পুরো মৌসুম এ অবস্থায় হাওরপারের লোকজন তার নিজের ধান কাটবে না বাঁধের দিকে খেয়াল দিবে। এই চিন্তায় দিশেহারা কৃষক।

 গত বছরের শোক ভুলে এবারও এ হাওরের কৃষক বোরো ধানের চাষাবাদ করে। এবার বোরো ধানের ফলন ভাল হওয়ায় মলিন মুখে দেখা দিয়েছে আনন্দের হাসি।এরই মধ্যে বাঁধে ফাঁটল তাদের সেই হাসিতে ছাপ পড়েছে হতাশার।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট