সিলেটে ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন সেনা প্রধান

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮

সিলেটে ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন সেনা প্রধান

নবগঠিত সিলেট সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও পদস্থ সামরিক কর্মকর্তারা। রোববার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে সেনাপ্রধান নতুন ৫ ইউনিটের পতাকা উত্তোলন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ পদাতিক ডিভিশনের ৫টি নবগঠিত ইউনিটের নবযাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হলো।

এর আগে সকাল ১০টায় সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শামিম উজ জামান তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় প্যারেড কমান্ডার মেজর তামজীদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে এবং সেনাবাহিনী প্রধাকে সালাম প্রদান করে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট