কামাল উদ্দিন জায়গীরদার লাইফ সাপোর্টে : দোয়া কামনা

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮

কামাল উদ্দিন জায়গীরদার লাইফ সাপোর্টে : দোয়া কামনা

২৩ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার : গুরুতর অসুস্থ কামাল উদ্দিন জায়গীরদারকে রাজধানীর স্কয়ার হাসপাতালের ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়েছে।

কামাল উদ্দিন জায়গীরদার মাল্টিপল মাইলোমা (Multiple Myeloma) সংক্রমণ নিয়ে বেশ কয়েকবার স্কয়ার হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। কিছুটা সুস্থ হয়ে বাড়িতে আসার পর দির্ঘদিন স্বাভাবিক ছিলেন । গত সপ্তাহ থেকে দফায় দফায় শারিরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে গত শনিবার আবারো রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার সকাল ১০টায় ৭০ বছর বয়সী কামাল উদ্দিন জায়গীরদারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার একমাত্র ছেলে রুমান জায়গীরদার। তিনি বলেন, ‘আমার বাবা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন।

সিলেট নগরীর আম্বরখানা দর্শন দেউড়ী নিবাসী কামাল উদ্দিন জায়গীরদার মৃত সামছুল হুদা জায়গীরদারের পঞ্চম ছেলে। তিনি দির্ঘদিন আমেরিকায় বসবাস করলেও বেশ কয়েক বছর থেকে স্থায়ী ভাবে দেশে চলে আসেন। দেশে ওষধ (ফার্মেসি) ব্যবসার সাথে জড়িত ছিলেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট