জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে সিলেটে বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮

জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে সিলেটে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে জেলা বিএনপি ঘোষিত দুইদিনের কর্মসুচীর প্রথম দিনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরারত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে প্রয়াত আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক, সাবেক এমপি লুৎফুর রহমান, সাবেক এমপি বেগম ফাতেমা চৌধুরী, জেলার সাবেক সভাপতি এডভোকেট শহীদ আলী, প্রয়াত বিএনপি নেতা ফতেহ ইউনুস খান ও রফিকুল ইসলাম শিশু সহ মরহুম জেলা বিএনপির সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম ও হাজী শাহাব উদ্দিন, মহানগর সহ-সভাপতি মুফতী বদরুন নুর সায়েক, জেলা উপদেষ্ঠা শহীদ আহমদ চেয়ারম্যান ও অধ্যাপক আব্দুল মুমিন পারভেজ, জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও মোঃ মঈনুল হক, কোষাধ্যক্ষ ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, যুব বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, মৎস্য বিষয়ক সম্পাদক আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও মুরাদ হোসেন, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, সহ-প্রচার সম্পাদক বোরহান উদ্দিন,সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক,সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল আলী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, সহ-শিশু বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন- খোকন ইসলাম, কামরুজ্জামান দীপু, আব্দুল্লাহ আল মামুন সামুন, শফিকুর রহমান টুটুল, হাসান মঈনুদ্দিন আহমদ, জয়নাল আবেদীন রানু, জমির উদ্দিন, আকবর আলী, জহির উদ্দিন, আব্দুল আহাদ, শাহ আব্দুল মুকিত, মঈনুদ্দিন, সালাহ উদ্দিন রিমন, আব্দুর রহমান তাইজুল, জাকির আহমদ, শহীদ রেজা, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, আমির হোসেন, মোজাম্মেল আলম সাদ্দাম, ইলিয়াছ মিয়া, জুয়েল আহমদ, সাইদুল ইসলাম, জৈনুদ্দিন, ওসমান গনি, আলী আহমদ আলম, শিহাব খান, সোহেল ইবনে রাজা, মাসুম পারভেজ, আব্দুস সালাম, মিজানুর রহমান মিজান, রেদওয়ান আহমদ হাসান, সেলিম আহমদ, সালাম আহমদ, হাবিবুর রহমান হাবিব, হাফিজুর রশীদ, শহীদুল ইসলাম কোরেশী, আশরাফ উদ্দিন, মকসুদ আলম, ফখরুল ইসলাম, সৈয়দ শামসুল ইসলাম, জুনেদ আহমদ, কামরুজ্জামান কামরুল ও সৈয়দ মিনহাজ প্রমুখ।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে হযরত শাহজালাল (রহ) মাজার মসজিদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে তার আত্মার মাগফেরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেকের পরিচালনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, মহানগর সহ সভাপতি হুমায়ুন কবির শাহিন, সালেহ আহমদ খসরু, জিয়াউল হক জিয়া, মুফতি বদরুন নুর সায়েক, সৈয়দ বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, মুকুল আহমদ মুর্শেদ, মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, শ্রমবিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য বিষয়ক ডা. আশরাফ আলী, বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, মুফতি নেহাল উদ্দিন, এজহারুল হক মন্টু, আফজাল উদ্দিন, আব্দুল হাদি মাসুদ, শেখ মোহাম্মদ ইলিয়াস, অ্যাডভোকেট মুমিনুল ইসলাম, আলী হায়দার মজনু, সেলিম রানা, নজির হোসেন, মফিজুর রহমান জিবেদ, উজ্জল রঞ্জন চন্দ্র, কয়েছ আহমদ সাগর, মোতাহির আলী মাখন, মুফতি রায়হান উদ্দিন মুন্না, জুয়েল আহমদ জুবেল, মখলিছ খান, কাজী নইমুল নইমুল,আব্দুস সোবহান, নুরুল ইসলাম লিমন, মাহবুব আহমদ চৌধুরী, আশফাক সিদ্দিকী রাহাত, ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম জাহাঙ্গির, কামরান হোসেন হেলাল, আলী আকবর রাজন প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট