সাংবাদিক হয়রানীর প্রতিবাদে সিলেটে বিএইচআরজেসি’র মানববন্ধন

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮

সাংবাদিক হয়রানীর প্রতিবাদে সিলেটে বিএইচআরজেসি’র মানববন্ধন

ভোরের কাগজ সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, যমুনা টেলিভিশনের আব্দুল্লাহ তুহিন, যুগান্তরের নেসারুল হক খোকনসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা, হত্যার হুমকি ও নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন (বিএইচআরজেসি) এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে গণমাধ্যমের স্বাধীনতাপরিপন্থী সকল অপতৎপরতা বন্ধ করার আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, সরকার জরুরি প্রদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে। মানববন্ধনে বিভিন্ন সংস্থার সম্পাদক ও সাংবাদিকদের ডেকে নিয়ে অহেতুক হয়রানির নিন্দা জানানো হয়।

কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য দেন কমিশনের প্রতিষ্ঠাতা সভাপতি সংগ্রাম সিংহ। একত্মতা পোষন করে বক্তব্য রাখেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সভাপতি ওয়েছ খসরু, সিলেট রিপোটার্স ইউনিটের সভাপতি সালাম মশরুর, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সাধারন সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেট জেলার সাধারন সম্পাদক শাহীন আহমদ খান, সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, এসিড সন্ত্রাস নির্মূল কমিটির (এসনিক) সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার, যুক্তরাজ্য কমিউিনিটি নেতা হাবিবুর রহমান লিটন প্রমুখ।

বিভিন্ন পেশা ও শ্রেনির লোকদের মধ্যে উপস্থিত ছিলেন, উর্বশী সিলেটের সভাপতি মোকাদ্দেস বাবুল, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশীদ রেনু, কমিশনের সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি মঈন উদ্দিন, সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব, আফতাব উদ্দিন, দেবাশীষ দেবু, আবু তালেব মুরাদ, আনাস হাবীব কলিন্স, মামুন হাসান, ছামির মাহমুদ, নাসির উদ্দিন, বদরুর রহজমান বাবর, ভূমি সন্তানের সম্বয়ক আশরাফুল ইসলাম, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সভাপতি আজমল খান, মো. হেদায়েতুল ইসলাম নোয়াব, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অনাবিল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুদীপ বৈদ্য, হিউম্যান এইড সিলেটের তাইনুল ইসলাম আসলাম, বৃক্ষ ছায়ার শহীদ আহমদ খান সাবের, সাংবাদিক ইউসুফ আলী, ইকবাল মুন্সী, আনিস মাহমুদ, বাদশা গাজী, আশরাফ চৌধুরী রাজু, তুহিনুল হক তুহিন, আফজাল হোসেন, এহিয়া মারুফ, এইচএম শহিদুল ইসলাম, আজমল আলী, মামুন হোসেন, পাপ্পু তালূকদার, আবু বকর, অনিল পাল, একরাম হোসেন, ছয়ফুল আলম অপু, আব্দুল আহাদ, বাদশাহ গাজী, রোটারিয়ান আব্দুল আহাদ সুমন, কয়েস আহমদ সুমন, জাহাঙ্গীর আলম মান্না, এমসি কলেজের আজহার শিমুল, সোহেল আহমদ, মোহাম্মদ রাহী প্রমূখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট