মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক

মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। আজ শুক্রবার দেশটির শাহ আলম এলাকার একটি আস্তানা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে দ্যা স্টার অনলাইনের খবরে বলা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ঢাকা থেকে জাকার্তায় হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশ করে। এরা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত। গ্রেপ্তারকৃতদের দখলে থাকা ওই বাড়ির উপর কয়েক সপ্তাহ ধরে নজরদারি করা হচ্ছিল বলে জানান এই অভিবাসন কর্মকর্তা।

মুস্তাফার জানান, ২০ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশিদের কেউ কেউ কালো তালিকাভুক্ত হওয়ায় আকাশপথে মালয়েশিয়ায় ঢুকতে পারেনি। তিনি আরও জানান, এরা আগেও এখানে ছিল, অবৈধভাবে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করায় তাদের ধরা হয়েছিল। এ কারণেই তারা কালো তালিকাভুক্ত।

বড় বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়া

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন সোমবার বিএমসিসিআই কার্যালয়ে মালয়েশিয়ার ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন টিসি ম্যানেজমেন্ট সার্ভিসেস করপোরেশনের দাতো তাং সেং সুং।

শুরুতে মোয়াজ্জেম হোসেন বিএমসিসিআই’র আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তিনি দু’দেশের মধ্যকার ব্যবসার ক্ষেত্রগুলো উল্লেখ করে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
দাতো তাং সেং বাংলাদেশে সৌরবিদ্যুৎ, আইসিটি, বাস ও ট্রাক সংযোজন এবং কৃষিপণ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

বিএমসিসিআই সভাপতি বলেন, ২০২১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও বিএমসিসিআই আগামী এপ্রিলে কুয়ালালামপুরে আইসিটি প্রদর্শনীর আয়োজন করবে। সরকার দেশের বিভিন্ন স্থানে আইসিটি পার্ক তৈরি করছে। মালয়েশিয়া বাংলাদেশের আইসিটি বা আইওটি খাতে অংশীদার হতে পারে।

এ সফরে প্রতিনিধিদল বিডা, জ্বালানি মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার সেল, টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এগ্রো-প্রসেসিং এসোসিয়েশন পরিদর্শন এবং ঢাকা ও চট্টগ্রামে বাজার জরিপ করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট