টেকনাফে সাড়ে ২২ কোটি টাকার ইয়াবা জব্দ

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮

টেকনাফে সাড়ে ২২ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় সাড়ে সাত লাখ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দকরা সাত লাখ ৪০ হাজার ইয়াবার আনুমানিক দাম সাড়ে ২২ কোটি টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কাটাবুনিয়া বিওপির সদস্যরা অভিযান চালায়। এ সময় ছয়-সাতজন লোককে ৪টি প্লাস্টিকের বস্তা মাথায় উপকূল থেকে পুরাতন মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে আসতে দেখেন তারা।

বিজিবি সদস্যদের দেখে কোনো কিছু বুঝে উঠার আগেই পাচারকারীরা বস্তাগুলো ফেলে দৌড়ে পাশের গ্রামে ঢুকে পড়েন। পরে বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা সাত লাখ ৪০ হাজার ইয়াবা টেকনাফ বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে বলে জানান বিজিবি অধিনায়ক।